টোকিও অলিম্পিকে বদলে যাচ্ছে পদক দেয়ার প্রক্রিয়া

|

ছবি: সংগৃহীত

করোনা সঙ্কটের কারণে টোকিও অলিম্পিকে বদলে যাচ্ছে পদক দেয়ার প্রক্রিয়া। এবার পদক বা মেডেল নিজেকেই পড়তে হবে বিজয়ী অ্যাথলেটকে।

এর আগে ইভেন্ট শেষ হওয়ার পর তিন পদকজয়ী অ্যাথলেটকে মেডেলে পরিয়ে দিতেন কর্মকর্তারা। পোডিয়ামে উঠে অ্যাথলেটদের গলায় মেডেল পরিয়ে দেয়ার দৃশ্য এবার আর দেখা যাবে না।

করোনা সতর্কতায় পদকজয়ীদের নিজের গলায় নিজেকেই মেডেল পরতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। পাশাপাশি পদক ট্রে’তে রাখার আগে সেগুলো জীবাণুমুক্ত করা হবে বলেও জানান তিনি। মেডেল পরার পর একে অন্যের সঙ্গে হ্যান্ডশেকও করতে পারবেন না অ্যাথলেটরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply