ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: কাদের

|

ঈদযাত্রায় স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাস্থ্যবিধি না মেনে পশুর হাট ও বাড়িতে গেলে এটা অন্তিম যাত্রায় পরিণত হতে পারে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদযাত্রায় কেউ স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এখনই যদি সজাগ না হয় তবে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। তাই মাস্ক পরার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কড়াকড়ি অবস্থানে যাওয়ার পরামর্শ দেন তিনি।

ঈদযাত্রা স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন মন্ত্রী। একইসাথে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এছাড়া যেসব হাসপাতালে আইসিইউ অক্সিজেন নেই সে দিকে নজর দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply