নারায়ণগঞ্জের সেই কারখানা পরিদর্শনের সময় বিএনপি নেতাকর্মীদের মারামারি

|

সিনিয়র নেতাদের সাথে ছবি তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শনের সময় কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কারখানাটি পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রের সাত নেতা।

পরিদর্শনের একপর্যায়ে কেন্দ্রীয় নেতাদের সাথে ছবি তোলা এবং পাশে দাঁড়ানো নিয়ে স্থানীয় মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া গ্রুপের নেতাদের সাথে পৌর বিএনপির সভাপতি গ্রুপের ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়।

পরিস্থিতি শান্ত হলে, নজরুল ইসলাম খান বলেন, সরকারের অবহেলা ও গাফিলতির কারণেই সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ও আহত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান তিনি।
ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় নেতাকর্মীদের নিহত ও আহত শ্রমিকদের পাশে দাড়ানোর নির্দেশ দেন নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, রানা প্লাজার শ্রমিকদের যে হারে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এখানে ক্ষতিগ্রস্থ শ্রমিকদেরও একই হারে ক্ষতিপূরন দেওয়া হোক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply