বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে রাবির প্রশাসন ভবনে তালা

|

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ।

রাজশাহী ব্যুরো:

বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে সেখানেই অবস্থান করছিলেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে এসেছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে বাড়ি যেতে সমস্যা তৈরি হওয়ায় প্রশাসন বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু, গতকাল রাতে হঠাৎ সিদ্ধান্ত আসে বাস দেওয়া হবে না।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী। তিনি বলেন, প্রশাসনের এক সভায় তিনটি রুটে বাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কিন্তু শিক্ষার্থীরা এই প্রস্তাব প্রত্যাখান করে সব রুটে বাস দেওয়ার দাবি জানায়। এর আগে, প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশ্য বাস ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে গতকাল সোমবার (১২ জুলাই) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছিলো রাবি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply