সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি কার্যকর না হওয়ার পেছনে দায়ী বুয়েট: সালমান এফ রহমান

|

সালমান এফ রহমান। ফাইল ছবি।

সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি কার্যকর না হওয়ার পেছনে দায়ী বুয়েট, দেশের ক্ষতি করেছে এই প্রতিষ্ঠান। অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এবং এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চামড়া খাত নিয়ে এক ওয়েবিনারে এমন অভিযোগ করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

ওয়েবিনারে বক্তারা বলেন, ২০১৭ সালে হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্পনগরী স্থানান্তর হলেও এখনও কমপ্লায়েন্স তৈরি করা যায়নি। পরিবেশসম্মত বর্জ্য শোধনাগার হয়নি, কাজ করছে না পানি শোধনাগার বা সিইটিপি।

অনুষ্ঠানে বলা হয়, করোনা সংক্রমণের কারণে বিশ্ববাজারে চামড়ার চাহিদা কমলেও, ধীরে ধীরে এ চাহিদা বাড়ছে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে মানসম্মত চামড়া তৈরি করতে হবে বলেও উল্লেখ করেন তারা।

চামড়া খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে প্রতিযোগিতা বাড়বে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের দক্ষতা বাড়ানোরও বিকল্প নেই বলে উল্লেখ করেন বক্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply