ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

|

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, মহীয়সী এই নারীর মৃত্যুতে তৈরি হওয়া শূন্যতা পূরণ হবার নয়। আওয়ামী লীগ এক অভিভাবককে হারালো। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এছাড়া, বিরোধী দলের নেতা রওশন এরশাদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন। সোমবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান বেগম ফজিলাতুন্নেছা। তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। ফজিলাতুন্নেছাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে পারিবারিক কবরস্থানে আজ দুপুরে দাফন করা হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply