মালয়েশিয়ায় বাড়িতে সাদা পতাকা টাঙালেই মিলছে খাদ্য সহায়তা

|

ছবি: সংগৃহীত

বাড়িতে সাদা পতাকা টাঙালেই মিলছে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা। মালয়েশিয়ায় চলছে এমন অভিনব কার্যক্রম। চলমান লকডাউনে যারা মানবেতর দিন পার করছেন তারা নিজ বাড়িতে সাদা পতাকা ঝুলিয়ে দিলেই সেখানে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন স্বেচ্ছাসেবীরা।

স্থানীয়রা বলছেন, লকডাউনে অনেকেই কাজ হারিয়েছেন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে পারছেন না বেশির ভাগ মানুষ। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।

স্বল্প ও নিম্ন আয়ের পরিবারগুলোর সাহায্যে প্রার্থনার প্রতীক হিসেবে সাদা পতাকা প্রদর্শনের একটি ক্যাম্পেইন সামাজিক মধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে এখন অনেকেই সহায়তা পাচ্ছেন। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিঁয়াজ, সবজি ও তেল। এছাড়াও স্থানীয় ৩০০ পরিবারকে নগদ অর্থ সহায়তাও দেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply