তিস্তা ব্যারেজ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি, রেড অ্যালার্ট জারি

|

তিস্তা ব্যারেজ এলাকায় রেড অ্যালার্ট জারি। ছবি: সংগৃহীত

তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

কর্তৃপক্ষ জানায়, সিকিম, কালিমপংসহ পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে গত কয়েকদিন ধরেই পানি বেড়েছে তিস্তা নদী এবং এর সংলগ্ন এলাকাগুলোতে।

বৃহস্পতিবার (৮ জুলাই) সাড়ে তিন হাজার কিউসেক পানি লোকালয়ে প্রবেশ করায় রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নেয় ভারত। নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের কবলে পড়েছে বিহার, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply