দোকানপাট খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

|

দোকানপাট খুলে দেয়ার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজশাহীতে আরডিএ মার্কেটের সামনে বিক্ষোভরত ব্যবসায়ীরা

কোরবানি ঈদের আগেই দোকানপাট খুলে দেয়াসহ ৭ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার সকালে নগরীর আরডিএ মার্কেটের সামনে ব্যবসায়ী ঐক্যপরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা বলেন, দোকানপাট বন্ধ থাকায় মানবেতর দিন কাটছে কর্মচারীদের। বেচাকেনা না থাকলেও বিদ্যুৎ বিল, হোল্ডিং ট্যাক্স দিতে হচ্ছে। এমন অবস্থায় ব্যবসা ধরে রাখাই কষ্টকর হয়ে উঠেছে অনেক ব্যবসায়ীর পক্ষে। দরিদ্র দোকান কর্মচারীদের ত্রাণ সহায়তা এবং ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেয়ার দাবি জানানো হয় কর্মসূচি থেকে। এসময় দ্রুত সবাইকে ভ্যাকসিনের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply