ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার লেনদেন তদন্ত করবে বিএসইসি

|

জিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার এ লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করেছে কমিশন।

এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। গত ২৩ জুন ডেল্টা লাইফের প্রতিটি শেয়ারের দর ছিল ১০৩ টাকা ৩০ পয়সা। হঠাৎ বিপুল পরিমাণের শেয়ার লেনদেনের মাধ্যমে যা ৩০ জুন ১৫৩ টাকায় উন্নীত হয়।

এর মধ্যে গত ২৮ জুন ডিএসইতে লেনদেন শুরুর মাত্র তিন মিনিটে কোম্পানিটির এক কোটিরও বেশি শেয়ার হাতবদল হয়েছে। অস্বাভাবিক লেনদেন ও দরবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতেই এসইসি তদন্ত কমিটি গঠন করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply