ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ১৪টি রকেট হামলা

|

ইরাকে 'আইন আল আসাদ' ঘাঁটিতে ১৪টি রকেটের হামলা, আহত ২

ছবি: সংগৃহীত

ইরাকে ভয়াবহ রকেট হামলার শিকার হলো মার্কিন বিমানঘাঁটি ‘আইন আল আসাদ’। বুধবার ১৪টি রকেটের আঘাতে গুরুতর আহত হন কমপক্ষে দু’জন।

কর্নেল ওয়েন মারোত্তো জানান, প্রতিরক্ষা সীমানার ভেতরেই পড়েছে রকেটগুলো। প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত সুরক্ষা বলয়। এরপরই যৌথ চিরুনি অভিযানে নামে ইরাক ও মার্কিন সেনাবহর। ঘাঁটির কাছেই বাগদাদি শহরে ময়দা বোঝাই ট্রাকে লুকানো অবস্থায় মেলে ‘রকেট লঞ্চার’। সেখান থেকে রকেট ছোঁড়ার কারণে ক্ষতিগ্রস্ত বেশকিছু ঘরবাড়ি ও একটি মসজিদ।

হামলার দায় স্বীকার করেছে ‘অ্যাভেঞ্জ আল মুহান্দিস’ নামের একটি সশস্ত্র সংগঠন। তাদের দাবি- ইরাক থেকে মার্কিন সেনাবাহিনীকে তাড়াতেই এ পদক্ষেপ।

গেলো বছর, মার্কিন ড্রোন হামলায় মৃত্যুবরণ করেন দলটির প্রধান আবু মাহাদি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply