কারাদণ্ড ভোগ করতে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্টের আত্মসমর্পণ

|

ফাইল ছবি

কারাদণ্ড ভোগের জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর মাধ্যমে রাজনীতিতে নতুন ইতিহাস দেখলো দেশটি।

স্থানীয় সময় বুধবার (৬ জুলাই) গভীর রাতে নিজ বাসভবনের কাছেই কোয়াজুলু-নাটাল কারাগারে আত্মসমর্পণ করেন ৭৯ বছরের এই রাজনীতিবিদ। এর আগে সাবেক কোন প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখেনি দক্ষিণ আফ্রিকা।

আদালত অবমাননার দায়ে ২৯ জুন তাকে ১৫ মাসের শাস্তি শোনানো হয়। কারাবরণের জন্য পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট।

জুমার অভিযোগ ছিলো, করোনাকালে তাকে কারাগারে পাঠানোর অর্থ নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া। ক্ষমতায় থাকাকালেই জুমার বিরুদ্ধে ছিলো দুর্নীতি, রাষ্ট্রীয় অর্থ লোপাট এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ। সেই তদন্তের স্বার্থে তলব করা হলেও আদালতে হাজিরা দেননি তিনি। যার শাস্তি হিসেবেই এ কারাদণ্ড ভোগ করবেন জুমা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply