রংপুরের সাবেক মেয়র ঝন্টু আর নেই

|

রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র, বর্ষীয়ান রাজনীতিবিদ সরফুদ্দীন আহমেদ ঝন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ঝন্টু। সবশেষ সিটি করপোরেশন নির্বাচনের কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে আসা হয় ঢাকায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেল কয়েকদিন ধরে তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

১৯৮৭ সালে প্রথম সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন ঝন্টু। ১৯৯২ সালে হন পৌরসভা চেয়ারম্যান। এর মাঝেই, ১৯৯৬ সালে রংপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লাঙ্গল প্রতীক নিয়ে। পরে ২০১২ সালে রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে নগরপিতার দায়িত্ব পান তিনি।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply