নামাজ আদায়ে শর্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

|

লকডাউনে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিধিনিষেধ এবং মসজিদে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে কিছু শর্ত দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ৩০ জুন কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করেছিল। বর্তমান প্রেক্ষাপটে এই সময়সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

শর্তে বলা হয়েছে, মসজিদের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা, সাবান, পানি, স্যানিটাইজার রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া বাসা থেকে সুন্নত ও নফল নামাজ আদায় করে আসার অনুরোধ জানানো হয়। ওজু করার সময় কমপক্ষে বিশ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়েছে।

শর্তে আরও বলা হয়েছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তি এবং তাদের সেবায় নিয়োজিতদের মসজিদে না আসার ব্যাপারেও বলা হয়। মসজিদে কার্পেট, জায়নামাজ ও সংরক্ষিত টুপি ব্যবহারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অন্যান্য সব উপাসনালয়েও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply