পাবনা জেনারেল হাসপাতালে চালু হলো অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন

|

পাবনা প্রতিনিধি:

পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও অক্সিজেনের ঘাটতি পূরণে অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন চালু করা হয়েছে।

সোমবার দুপুরে হাসপাতালে জরুরি পরিদর্শনে এসে এই অস্থায়ী সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স, এমপি। উদ্বোধনকালে সাংসদ বলেন, যেহেতু মূল সেন্ট্রাল অক্সিজেন চালু হতে আরও কিছু সময়ের ব্যাপার, তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ঠিকাদারের সহায়তায় আপাতত অস্থায়ীভাবে এই অক্সিজেনটি চালু করা হলো। তিনি আরও বলেন, যদিও এটা করোনা রোগীদের চিকিৎসার জন্য একদম অপ্রতুল। আমি এবং হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেছি এটি অতি দ্রুত চালু করার জন্য।

এমন তিনি যারা করোনা রোগীদের অক্সিজেনসহ চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে সহায়তা করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধন কালে হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী, ডা. আকসাদ আল মাসুর আনন,ডা. জাহিদ হাসান রুমি প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply