ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে ব্লক তৈরি করবে লেগো

|

পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে খেলনা নির্মাণকারী প্রখ্যাত প্রতিষ্ঠান লেগো। তাদের ব্লক তৈরিতে ব্যবহার করা হবে ফেলে দেয়া প্লাস্টিকের বোতল। মূলত পরিবেশ রক্ষায় রিসাইকেল বা পুন:ব্যবহার প্রক্রিয়ার লক্ষ্যে এমন উদ্যোগ দেয়া হয়েছে। এরই মধ্যে এই প্রকল্পে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে লেগো।

লেগোর প্রধান কর্মকর্তা টিম ব্রুকস বলেন, প্লাস্টিকের কারণে পরিবেশ ভয়াবহ দূষণের শিকার হচ্ছে। এই সংকট সমাধানে আমরাও এগিয়ে আসতে চাই। তাই ফেলে দেয়া বোতল থেকে প্লাস্টিক ব্লক তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে পরিবেশের ওপর থেকে চাপ যদি কিছুটাও কমে, তাহলেও আমরা সফল হবো।

লেগোর কর্মকর্তারা বলছেন, পানির বড় একটি বোতল থেকে ১০টি ব্লক তৈরি করা সম্ভব। ফলে বিপুল পরিমাণ বোতল পুন:ব্যবহার করা সম্ভব হবে যা পরিবেশের ওপর চাপ কমাতে সহায়তা করবে। এরই মধ্যে এই খাতে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে।

তারা আরও বলেন, আগে প্লাস্টিকের প্যালেট বা ছোট ছোট টুকরো থেকে ব্লক বানানো হতো। এখন আমরা বিভিন্ন রং অনুযায়ী বোতলগুলোকে আলাদা করি। এরপর সেগুলো থেকে তৈরি হয় বিভিন্ন রংয়ের ব্লক।

লেগো বলছে, ২০৩০ সালের মধ্যে তাদের শতভাগ প্লাস্টিক পণ্য এসব ফেলে দেয়া বোতল থেকে তৈরির পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply