বলিউড কিংবদন্তি শ্রীদেবী আর নেই

|

চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাতে, দুবাইয়ে অবস্থানকালে আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।

পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন তিনি। শ্রীদেবীর বয়স হয়েছিল ৫৪ বছর। শিশুশিল্পী হিসেবে চার বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন তিনি। বলিউডে তার যাত্রা শুরু ১৯৭৮ সালে। ৫০ বছরের অভিনয় জীবনে বলিউড ছাড়াও কাজ করেছেন তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাড়া চলচ্চিত্রে। মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, চালবাজ, নাগিন, সাদমাসহ দেড়শো’র বেশি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবী। বরাবর প্রথাগত বাণিজ্যিক ধারার সিনেমায় কাজ করলেও অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন সমালোচকদেরও। প্রায় ১৫ বছরের বিরতি দিয়ে ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ সিনেমার মাধ্যমে ফেরেন বলিউডে। ২০১৩ সালে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা- পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হন এই অভিনেত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply