দশ জনের দল নিয়ে চিলিকে হারিয়ে সেমিতে ব্রাজিল

|

গ্যাব্রিয়েল জেসুস লাল কার্ড দেখার পর ব্রাজিল দশ জনের দলে পরিণত হলেও এতোটুকু প্রভাব পড়েনি তাদের খেলায়। বীরদর্পে চিলির বিপক্ষে এক গোলের জয় নিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে সেলেসাওরা। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান লুকাস পাকুয়েটার একমাত্র গোলে এই জয় পায় ব্রাজিল।

খেলার শুরু থেকেই দুই দলই সমানতালে আক্রমণ চালায় প্রতিপক্ষ শিবিরে। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় সেলেসাওরা। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে লুকাস পাকুয়েটাকে মাঠে নামান তিতে। মাঠে নেমেই স্কোর শিটে নাম তোলেন লুকাস পাকুয়েটা।

ব্রাজিল এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরতে মরিয়া চিলি আক্রমণ বাড়ায়। তবে সফল হতে পারেননি ভিদাল, সানচেজরা। চিলি একবার বল জালে জড়ালেও অফ সাইডের কারণে বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত ওই এক গোলের জয় নিয়ে সেমিতে যাওয়ার লড়াইয়ে শেষ হাসি হাসে নেইমারের ব্রাজিল।

এর আগে গ্রুপ পর্বের খেলায় ব্রাজিল চার ম্যাচের তিনটিতে জয় তুলে নেয়। ড্র করে শেষ ম্যাচ। বিপরীতে চিলি জিতেছে মাত্র এক ম্যাচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply