মোবাইল ফোন রেজিস্ট্রেশনের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ: মোস্তাফা জব্বার

|

মোবাইল ফোন সেট রেজিস্ট্রেশনের নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। তবে এই সেবা গ্রহণে গ্রাহক হয়রানি কমাতে নির্দেশনা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বৃহস্পতিবার সকালে ‘ন্যাশনাল ইকুপমেন্ট আইডেনটিটি রেজিস্টার’ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ সব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ। নিবন্ধন করা মোবাইল ফোন চুরি করে কেউ ব্যবহার করতে পারবে না।

বিটিআরসি আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে মোবাইল ফোন সেট কেনা এবং উপহার হিসেবে পেলেও তা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। ৬৫ শতাংশ মোবাইল ফোনের চাহিদা পূরণ হয় স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে। ১২টি প্রতিষ্ঠান দেশে ফোন সেট তৈরি করছে। এর বাইরে বিপুল পরিমাণ ফোন চোরাই পথে দেশে প্রবেশ করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply