হলি আর্টিজানে হামলাকারীদের সাথে আইএসের সম্পৃক্ততা পায়নি পুলিশ

|

হলি আর্টিজানে হামলাকারীদের সাথে আইএসের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান। হলি আর্টিজান হামলার ৫ বছর পূর্তিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিভিন্ন সময়ে পরিচালিত ২৩টি অপারেশনে ৬৩ জন জঙ্গি নিহত হয়েছে।

সংবাদ সম্মেলনে কঠোর ভূমিকার কারণে জঙ্গি তৎপরতা নিয়ন্ত্রণে আছে দাবি করে তিনি বলেন, সিটিটিসি তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছে। সিটিটিসি শুধু অপারেশনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, তার জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়েছে তাদের পক্ষ থেকে।

আলোচনায় তিনি আরও জানান, হেফাজত ইস্যুতে যারা সরকারবিরোধী কার্যক্রম ও নাশকতা চালিয়েছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply