নাটোরের লালপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

|

জাটকা ধরে করবো না শেষ, বাঁচবে জেলে হাসবে দেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে জাটকা সংরক্ষন সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ রুরাল ডেভলেপমেন্ট বোর্ড (বিআরডিবি) অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে বিআরডিরি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনার আয়োজন করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্ত অলক সাহা সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, লালপুরের পদ্মা নদীতে মা ইলিশ নিধন বন্ধ এবং জাটকা সংরক্ষণের কোন বিকল্প নেই। কেউ যাতে মা ইলিশ ধরতে না পারে সেজন্য প্রশাসন কঠোর নজরদারী রেখেছে। পাশাপাশি ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের পুনর্বসানের ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ শনিবার থেকে শুরু হয়ে চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply