ফরিদপুর রেল স্টেশনে হামলা, পণ্য খালাস বন্ধ

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেনের কক্ষে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। ফলে বন্ধ হয়ে গেছে ভারত থেকে আসা পাথরবাহী চারটি ট্রেনের পণ্য খালাস। মঙ্গলবার (২৯ জুন) দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন মুঠোফোনে জানান, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে সময়ে ২০-২৫ জন ব্যক্তি এসে আমার কক্ষে হামলা চালায়। বিষয়টি আইশৃঙখলা বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে। বিষয়টি রেলওয়ের উদ্ধর্তন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, স্টেশনের পণ্য খালাস করাকে কেন্দ্র করে বিরোধ ছিলো। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে ছিলাম। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া স্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply