কাজী নাসির মামুনের নতুন বই

|

তর্কের আকাশে কত জীবন্ত অঙ্কের ফেরিঘাট আজ শুধু জলে ধুয়ে যায়। আহা, পেণ্ডুলাম, তুমি কোন দোল-খাওয়া বিরল জানাজা এনে ছোঁয়ালে হাশর? পথে পথে আলোর বিবাদ বিকলাঙ্গ হাসির হোঁচট; পিছনে গর্জনদিয়া গ্রাম টুকরো কান্নার দেবালয়ে, শতাধিক জ্বলছে এখন.. অধিকৃত মাটির ফাগুন বসন্ত আনে না কোনোদিন, পংক্তিগুলো কাজী নাসির মামুনের চতুর্থ কাব্যগ্রন্থ ‘রোহিঙ্গাপুস্তকে আত্মহত্যা লেখা নেই’ থেকে নেয়া। বইটি কয়েকদিন হলো মেলায় এসেছে। প্রকাশ করেছে ঋজু প্রকাশ। বয়রাতলায় লিটলম্যাগ চত্বরে ঋজুর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছে মোস্তাফিজ কারিগর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply