মুম্বাইয়ে ভবন ধসে নিহত ১৫

|

Firefighters and rescue workers search for survivors at the site of a collapsed building in Mumbai, August 31, 2017. REUTERS/Shailesh Andrade

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে শত বছরের পুরনো ভবন ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। উদ্ধারকর্মীদের আশঙ্কা, বাড়তে পারে নিহতের সংখ্যা। এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২৯ জনকে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় মুম্বাই’র ঘিঞ্জি এলাকা ভেন্ডি বাজারে ধসে পড়ে ছয়তলা ভবনটি। সেখানে, ১৩টি পরিবার বাস করতো; এমন তথ্য নিশ্চিত করেছে এলাকাবাসী। এরইমধ্যে, গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় জে জে হাসপাতালে চলছে তাদের প্রাথমিক চিকিৎসা। এরইমধ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী দিপক সাওয়ান্ত। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। কয়েক দিনের টানা বর্ষনেই এই ভবন ধস বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply