করোনায় আরও ১০৪ জনের প্রাণহানি, শনাক্ত ৮ হাজার ৩৬৪

|

ছবি: প্রতীকী

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি হলো ১৪ হাজার ২৭৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৩.৮৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরও ৮ হাজার ৩৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply