মগবাজারে বিস্ফোরণ: হাসপাতালে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

|

মগবাজার বিস্ফোরণে আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সোমবার সকালে সাংবাদিকদের তিনি জানান, সঙ্কটাপন্ন তিনজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বিস্ফোরণে তাদের দেহের ৯০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে।

ডা. সামন্ত লাল আরও জানান, এখন মোট ৫ জন চিকিৎসাধীন আছেন। গতকাল মোট ১৭ জন ভর্তি হলেও প্রাথমিক চিকিৎসা নেয়া শেষে বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। আর আঘাতপ্রাপ্ত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা যায়, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও। এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply