৪ বছরেও শেষ হয়নি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজ

|

চার বছর আগে ২০১৮ সালে শুরু হওয়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক চারলেনে উন্নতীকরণের কাজ যেন শেষই হচ্ছে না। গতবছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ৩ দফায় মেয়াদ বাড়লো আরও একবছর। ফলে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করায়, দুর্ভোগে হাজারো মানুষ।

আগামি মাসে কোরবানীর ইদের সময় সড়কে বাড়বে গাড়ীর চাপ। এতে ভোগান্তিও বাড়বে বলে আশঙ্কা করছে চালকরা। গাড়ির অতিরিক্ত চাপ সামাল দিতে দ্রুত সড়ক সংস্কারের দাবি চালকদের।

কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজা-ই রাব্বি জানান, মহাসড়কের ৬৫ শতাংশ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণসহ বেশ কিছু জটিলতার কারণে, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে বেশিরভাগ সমস্যার সমাধান করা হয়েছে। ২০২২ সাল নাগাদ কাজ শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, ৫৯ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ১৭০ কোটি ৭৮ লাখ টাকা। পরে তা কমিয়ে ২ হাজার ৩০ কোটি টাকা নির্ধারণ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply