হিসাবে ভুল ছিল, টি২০ র‍্যাঙ্কিংয়ে সেরা পাকিস্তান

|

আইসিসি’র করা হিসেব-নিকেশ উল্টে আবারও বিশ্ব টি২০ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান অক্ষুন্ন রাখতে সমর্থ হয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থেকে পাকিস্তানের ঘাড়ের কাছে শ্বাস ফেলছে অস্ট্রেলিয়া।

বেশ হিসাব কষে গেল সপ্তাহে আইসিসি’র একজন মুখপাত্র জানিয়েছিলেন, ট্রান্স তাসমান ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থাকলে পাকিস্তানকে টপকে টি২০-এর বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ  স্থানে উঠে আসবে অস্ট্রেলিয়া।

কিন্তু সে হিসেবে গলদ খুঁজে পেয়েছে আইসিসি। বুধবার আইসিসি’র দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, প্রাথমিক ওই হিসেবে ত্রুটি ছিল। ফলে শীর্ষ স্থানে থাকবে পয়েন্টের ভগ্নাংশে এগিয়ে থাকা পাকিস্তান।

এক প্রেস বিবৃতিতে আইসিসি জানিয়েছে, প্রথম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ১২৫ দশমিক ৮৪। অপরদিকে ১২৫ দশমিক ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।  আইসিসি-র প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিশ্ব টি২০ ক্রিকেটে র‌্যাংকিং চালু পর এ অবধি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আসতে পারেনি অসিরা। বর্তমানে এ দলটি টেস্টে তৃতীয় ও একদিনের ক্রিকেটে রয়েছে পঞ্চম স্থানে।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply