চলাচল নিয়ন্ত্রণ করা যায়নি বলেই করোনার সংক্রমণ বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

চলাচল নিয়ন্ত্রণ করা যায়নি বলেই করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণপরিবহনে অনিয়ন্ত্রিত যাতায়াত, আম পরিবহন এবং প্রবাসীদের দেশের বাইরে পাঠানোর নানা প্রক্রিয়ার কারণে সংক্রমণ বেড়েছ। কোনো কোনো জেলায় সংক্রমণের হার ২০ থেকে ৩০ ভাগের বেশি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখনই সচেতন না হলে এবং আক্রান্তের হার আরও বাড়লে হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের মডার্না ও চীনের টিকা পাওয়া যাবে। এর মধ্যে রাশিয়ার সাথেও চুক্তি হয়ে যাবে। টিকা উৎপাদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশ নিজেদের টিকা উৎপাদন করবে। অন্যকোনো দেশ চাইলে প্রাইভেট কোম্পানির মাধ্যমে তৈরি করতে পারবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply