কারাগারে বিরোধী নেতার মৃত্যু, উত্তপ্ত পশ্চিম তীর

|

ফিলিস্তিনের কারাগারে বিরোধী নেতা নিজার বানাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম তীর। শনিবার (২৬ জুন) রামাল্লায় নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।

বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে আটক হন প্রেসিডেন্টের সবচেয়ে বড় সমালোচক হিসেবে পরিচিত নিজার বানাত। এসময় তাকে রড দিয়ে এলোপাথাড়ি পেটানো হয় বলে অভিযোগ পরিবারের। পরে কারাগারে তার মৃত্যু হলে ব্যাপক ক্ষোভ ছড়ায় রামাল্লা জুড়ে। তিনদিন ধরেই রাজপথে বিক্ষোভকারীরা।

আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোঁড়ে দাঙ্গা পুলিশ। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন আন্দোলনকারী ও সাংবাদিককে।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই সোচ্চার ছিলেন ৪৩ বছর বয়সী বানাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply