তিউনিসিয়া উপকূল থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

|

তিউনিসিয়ার উপকূল থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

সাগরপথে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরীয় উপকূল থেকে ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম (IOM) জানায়, লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় আশ্রয়প্রার্থীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় সাগরে ভাসমান অবস্থায়, ২৬৭ জনকে উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড। বাকিরা মিসরের নাগরিক।

উদ্ধারের পর তাদের আইওএম এবং রেডক্রিসেন্টের অধীনে নেয়া হয়। উদ্ধারকৃতদের তিউনিসিয়ার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply