হাওয়ায় মিলিয়ে গেল ৫০০০ পাখি!

|

কোনো হদিস পাওয়া যাচ্ছে না ৫০০০ কবুতরের। পাখি বিশারদরা খুঁজে ফিরছেন কোন বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে গেছে এতগুলো কবুতর। তারা এই ঘটনাকে স্মরণকালের মধ্যে পাখিদের জন্য সবচেয়ে খারাপ সময় বলে বিবেচনা করছেন।

ইংল্যান্ডের পিটারবোরাফ থেকে নর্থ ইস্ট পর্যন্ত ৯০০০ কবুতরের একটি উড়ার প্রতিযোগিতা থেকে আর ফিরে আসেনি প্রায় অর্ধেক কবুতর। সাধারণত ৩ ঘণ্টাব্যাপী চলে এই খেলা। কিন্তু প্রতিযোগী ৯০০০ কবুতরের মধ্যে প্রায় ৫০০০ কবুতরই ফেরেনি পিটারবোরাফে। কবুতরের এই খেলায় আগে কখনো এমনটা ঘটেনি।

পাখি বিশারদ পিটার সেয়ার্স জানিয়েছেন, অন্যদের মতো তিনিও বায়ুমণ্ডলে ঘটে যাওয়া কোনো ঝড় বা দুর্যোগের আশঙ্কাই করছেন।

পোষ্য কবুতর সাধারণত পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে দিক নির্ধারণ করে থাকে। তবে ভূ-চৌম্বকীয় কোনো ঝড় হয়ে থাকলে কবুতররা পথ হারিয়ে ফেলতে পারে বলে জানিয়েছেন পাখি বিশারদরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply