নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝালকাঠি ও মাদারীপুরে দুইজন নিহত

|

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কেরাত আলী মাদরাসা এলাকায় বিজয়ী ইউনিয়ন পরিষদ সদস্য মজিবর রহমানের সাথে পরাজিত প্রার্থী ফারুক মিয়ার সমর্থকদের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ১৬ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেলে ভর্তি করা হয় আরিফ হোসেনকে। সেখানে ভোররাতে মৃত্যু হয় বাগেরহাট সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের এই ছাত্রের।

এদিকে, মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় আহত শ্রমিকলীগ নেতা আবু বকর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। সোমবার মাদবরেরচর ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হয়। এর আগের রাতে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবু বকর।

এছাড়া, পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংতার অভিযোগে ৫ শতাধিক মানুষকে আসামি করে মামলা হয়েছে। পুলিশি অভিযানের ভয়ে এলাকাগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply