করোনার টিকা না নিলে জেলে পাঠাবো: রদ্রিগো দুতের্তে

|

ফিলিপাইনের নাগরিকদের মাঝে যারা করোনার টিকা নেবে না তাদেরকে জেলে পাঠানোর হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। সোমবার (২১জুন) এক ভাষণে তিনি এই হুমকি দিয়েছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দুতের্তে তার ভাষণে বলেছেন, আপনারা বেছে নিতে পারেন, হয় আপনারা টিকা নেবেন নতুবা আমি আপনাদের জেলে পাঠাবো। এছাড়াও, তিনি গ্রামপ্রধানদের টিকা নেয়া ব্যক্তিদের লিস্ট প্রস্তুত করার আহ্বান জানান।

টিকা নিতে অনাগ্রহীদের নির্বোধ আখ্যা দিয়ে দুতের্তে বলেছেন, এদের কারণে তিনি বিরক্ত। যারা করোনার টিকা নিবে না তাদেরকে শুকরের টিকা দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।

জনগণের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা একগুঁয়ে।

গত মার্চে ফিলিপাইনে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে দেশটির কিছু কেন্দ্রে টিকা নেওয়ার হার একেবারেই কম বলে খবর এসেছে। সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের আশঙ্কায় সীমান্ত এলাকাগুলিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে দুতের্তে লকডাউন না মানলে করলে গুলি করার হুমকি দিয়েছিলেন। তার সেই নির্দেশ বাস্তবায়িতও হয়েছিল। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধ ও সাবেক সেনা সদস্য নিহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply