শিশু আবু সাঈদ হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড বহাল

|

ছবি: সংগৃহীত

সিলেটের স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামিদের আপিল খারিজ করে মঙ্গলবার রায় দেন বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. আখতারুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

আসামিরা হলেন- বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা।

২০১৫ সালের ১১ মার্চ সিলেট নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের তিনদিন পর নগরীর ঝর্ণারপাড় সোনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদ থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply