আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে কোয়ারেন্টাইনে নারী ক্রিকেটারসহ ৩৬

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের যাতায়াত অব্যাহত রয়েছে। সোমবার বিকাল ৪টা পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান আয়শা রহমানসহ ৩৬ জন বাংলাদেশে ফিরেছেন। একই সময় নিজ দেশে ফিরে গেছেন ১২ জন ভারতীয় নাগরিক। ভারত ফেরত পাসপোর্টধারী বাংলাদেশিদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ থেকে ২১ জুন সোমবার পর্যন্ত আখাউড়া- আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে এক হাজার ৮৫০ জন বাংলাদেশে ফিরেছেন। রোববার এ পথে ১৪ জন দেশে ফিরে আসেন। তাদেরকেও জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

নারী ক্রিকেটার আয়শা রহমান যমুনা টেলিভিশনকে জানান, মার্চ মাসে আকাশপথে চিকিৎসার জন্য ভারত গমন করেন তিনি। প্রায় তিন মাসের ব্যক্তিগত সফর শেষে সোমবার দুপুরে আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে দেশে ফিরে আসেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম এই খেলোয়াড়। তাকে ১৪ দিনের জন্য জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠায় ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ।

আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, ভারতে নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো-অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র (এনওসি) ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। অন্যদিকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক ভারত যাচ্ছেন ভারতীয় পাসপোর্টধারী নাগরিকরা।

আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ আবদুল হামিদ জানান, বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় আয়শা রহমানসহ ৩৬ জন সোমবার বাংলাদেশে ফিরেছেন। একই সময় ভারতে গেছেন ১২ জন।

উল্লেখ্য, বর্তমানে করোনা পরিস্থিতিতে শর্তসাপেক্ষে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের গমনাগমনের সুযোগ রয়েছে। প্রতিদিন যে সকল পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করছে ওইসব যাত্রীদের ৯৫ শতাংশ রয়েছে মেডিকেল ভিসার যাত্রী। অন্যান্য ৫ শতাংশ যাত্রী হচ্ছেন কূটনৈতিক ভিসায়। টুরিস্ট ভিসা গত বছরের ১৩ মার্চ থেকে বন্ধ রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply