ভারতে অলিম্পিক অ্যাথলেটদের পাশে দাঁড়ালো ক্রিকেট বোর্ড

|

কিছুদিন পরেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। এর মাঝে অ্যাথলেটদের কিট স্পনসরশিপ না পাওয়ায় ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) কে ১০ কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডগুলির মধ্যে শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) টুইটারে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

গত রোববার (২০ জুন) এপেক্স কাউন্সিলের বৈঠকে এই অনুদান প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, ২.৫ কোটি রুপি ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য দেওয়া হবে। বাকি সাড়ে সাত কোটি টাকা বাণিজ্যিক প্রচার এবং বিপণনের জন্য ব্যয় করা হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, যেসব অ্যাথলেটস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের সাহায্য করবে ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় দেশের অ্যাথলেটিক্স ও অন্যান্য খেলার উন্নতির কথা ভাবে। এর আগেও আমরা এরকম অনুদান দিয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply