প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেছে সরকার: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভার্চুয়াল সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় মন্ত্রী আরও জানান, করোনাকালে অনলাইনে পাঠদান ইতোমধ্যেই দেশের শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। গ্রিন ইউনিভার্সিটির ভার্চুয়াল সমাবর্তনও সেই ধারাবাহিকতার সুফল।

মন্ত্রী বলেন, দক্ষ মানব শক্তি তৈরিতে উচ্চশিক্ষার বিকল্প নেই। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। সমাবর্তনে মোট ১ হাজার ৩৪০ জনের মধ্যে ৯৮০ জন গ্র্যাজুয়েটকে স্নাতক ডিগ্রি, এবং ৩৬০ জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply