ক্রান্তীয় ঝড় ক্লডেটের তাণ্ডব যুক্তরাষ্ট্রে

|

ক্রান্তীয় ঝড় ক্লডেটের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, ফ্লোরিডা ও অ্যালবামা। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে উপকূলীয় এলাকায় আঘাত হানে ঝড়টি।

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, ঘণ্টায় ৭৫ মাইল বেগে উত্তর ও উত্তর-পূর্ব উপকূলের দিকে এগিয়েছে ঝড়টি। এর প্রভাবে টানা ভারী বৃষ্টিপাত হয় উপকূলীয় অঞ্চলে। লুইজিয়ানায় বিধ্বস্ত হয় বহু বাড়িঘর। ফ্লোরিডা ও অ্যালবামায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। অ্যালবামায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক বাড়ি। ফ্লোরিডার উত্তরাঞ্চল ও অ্যালবামার দক্ষিণে একাধিক টর্নেডোর সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে নেদারল্যান্ডসও। বিধ্বস্ত উটরেখ প্রদেশ। তীব্র ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা। নিউজিল্যান্ডের অকল্যান্ডে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে ১ জনের। লণ্ডভণ্ড একাধিক শহর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply