সোমবার থেকে যে ৩ কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা

|

আগামীকাল সোমবার থেকে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম। রাজধানীর তিনটি কেন্দ্রে এ টিকা দেয়া হবে।

রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, রাজধানীর ৩টি কেন্দ্রে দেওয়া হবে ফাইজারের টিকা। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। হাসপাতালে পূর্বের নিবন্ধনকারীরা ভ্যাক্সিন নিতে পারবেন।

২৭ মে দেশে ফাইজার বায়োএনটেক উৎপাদিত কোভিড-১৯ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় সরকার। কোভ্যাক্স প্রকল্পের আওতায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা গত সোমবার রাতে ঢাকায় পৌঁছেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply