ঝিনাইদহে ব্রিজে ফাটল, ঝুঁকিতে ৭০ গ্রামের মানুষ

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়ি গ্রামে বেগবতি নদীর নির্মিত ব্রিজে ফাটল দেখা দিয়েছে। সেতুর নিচে খসে পড়েছে পলেস্তারা, মরিচা ধরেছে রডে, ব্রিজে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছেন পার্শ্ববর্তী ৬ ইউনিয়নের ৭০ গ্রামের মানুষ।

প্রায় ৫০ বছরের বেশী সময় আগে এপাশ-ওপাশ মানুষের চলাচলের সুবিধার্থে বেগবতি নদীর উপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। ডেফলবাড়ী এলাকার ষাটোর্ধ্ব গোলাম মোস্তফা বলেন, শিশু বয়স থেকেই তিনি সেতুটি দেখছেন। কবে এর শেষ মেরামত হয়েছে তা তিনি মনে করতে পারছেন না।

পাশের গ্রাম রামনগরের বাসিন্দা রং মিস্ত্রি জহির রায়হান জানান, ৫০ ফুট লম্বা সেতুটির উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঝিনাইদহ ও কোটচাঁদপুর হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, সেতুটির উপরে বেশ কয়েকটিন জায়গায় ফাটল দেখা দিয়েছে। আর সেতুর নিচে পলেস্তারা খুলে খুলে পড়ছে। ফাটলগুলোও বেশ বড় দেখা যাচ্ছে।

এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন জানান, দ্রুত খোঁজ নিয়ে দেখা হবে। যদি সেতুটি ঝুঁকিপূর্ণ হয় তবে এটি নতুন করে নির্মাণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply