ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আজ

|

আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হবে ভোট। চলবে টানা ১৭ ঘণ্টা।

সাড়ে আট কোটি মানুষের দেশটিতে ভোটার সংখ্যা প্রায় ৬ কোটি। প্রার্থী হিসেবে ৪ জন থাকলেও জনমত জরিপে সবচেয়ে এগিয়ে রক্ষণশীল প্রার্থী ইব্রাহিম রঈসি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে উদারপন্থি আব্দুল নাসের হিম্মতিকে।

সব ব্যালট হাতে গণনা হবে বলে চূড়ান্ত ফল পেতে লেগে যাবে তিনদিন। কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় ভোট হবে।

ইরানে এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশ কম। তাই নাগরিকদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply