১১ ম্যাচ পর এলবিডব্লিউ হলেন আবাহনীর ব্যাটসম্যান

|

ঢাকা প্রিমিয়ার লিগে বৃহষ্পতিবার (১৭ জুন) লেজেন্ড অব রূপগঞ্জের সাথে আবাহনী লিমিটেডের ম্যাচে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে! ক্যারিয়ারে অনেকবারই এভাবে আউট হয়েছেন মুশফিক। কিন্তু ঘরোয়া লিগের এই আউটটির কাছে হয়তো গুরুত্ব ও তাৎপর্যে এগিয়ে নেই আন্তর্জাতিক ম্যাচে তার হওয়া কোনো এলবিডব্লিউ আউটই।

প্রশ্ন আসতে পারে, এলবিডব্লিউ নিয়েই এতো কথা কেন হচ্ছে। এর কারণ হলো, ১১তম ম্যাচে এসে প্রথম কোনো আবাহনীর খেলোয়াড় এলবিডব্লিউ হলেন।

সাম্প্রতিক সময়ে এলবিডব্লিউয়ের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে আম্পায়ারদের অনিয়ম নিয়ে বিতর্কের ঝড়ে অনেক ঘটনার সাথে উঠে আসে এক অবাক করা তথ্য যে, তখনকার শেষ ৭ ম্যাচ ধরে আবাহনীর কোন ব্যাটসম্যানই এলবিডব্লিউ হননি। যদিও সে ম্যাচগুলোতে প্রতিপক্ষের ২৪ টা উইকেট আবাহনী পেয়েছে এলবিডব্লিউয়ের মাধ্যমে!

মোহামেডানের সাথে বিতর্কিত ম্যাচের পরও এলবিডব্লিউ আউট না হয়েই আবাহনী খেলেছে আরও ৩ টি ম্যাচ। অবশেষে সরাসরি আম্পায়ার কেন্দ্রিক এই আউটের ফাঁদে পড়ে আবাহনী অধিনায়কই ছেদ টানলেন এই বিস্ময়কর ধারায়।

উল্লেখ্য, মুশফিককে এলবিডব্লিউ আউট না দেবার সিদ্ধান্তকে কেন্দ্র করেই হয়েছিল সাকিবের স্ট্যাম্প কাণ্ডের সূত্রপাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply