একটি গাছ কাটা হলে পাঁচটি গাছ লাগানোর নীতি বাস্তবায়ন করা হবে: পরিবেশমন্ত্রী

|

ভূমির অবক্ষয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মন্ত্রী বলেন, প্রয়োজনে একটি গাছ কাটা হলে পাঁচটি গাছ লাগানোর নীতি বাস্তবায়ন করা হবে।

‘বিশ্ব মরুকরণ ও খরা দিবস ২০২১’ উদযাপন উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। দিবসটির এবারের প্রতিপাদ্য- অবক্ষয়িত ভূমিকে স্বাস্থ্যকর ভূমিতে রূপান্তর।

আলোচনায় মন্ত্রী বলেন, উর্বর ভূমি সংরক্ষণের পাশাপাশি সবুজ অর্থনীতি ও টেকসই ভবিষ্যত গড়তে বিভিন্ন কার্যক্রম চলছে। ভূমির অবক্ষয় রোধে ইট ভাটায় সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক পদ্ধতি ব্যবহার করার উদ্যোগ নেয়ার হয়েছে। আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও বেসরকারি সংস্থার বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply