শীগ্রই শুরু হতে যাচ্ছে পাতাল রেলের কাজ

|

শীগ্রই শুরু হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল রেলের কাজ। ২০২২ সালের মার্চে এমআরটিলাইন-১ এর কাজ শুরু হবে। আগামী বছরের শুরুতে ডিপো এলাকাগুলোতে কাজ আরম্ভ হবে এবং মূল লাইন ও ভূগর্ভস্থ স্টেশনগুলোর কাজ ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শুরু হবে।

সকালে ভার্চুয়ালি এমআরটিলাইন-১-এর অগ্রগতি জানান মেট্ররেলের এমডি এমএএন ছিদ্দিক। এই লাইনের রুট হবে ২ টি। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতালরুট প্রায় ১৯ কিলোমিটার আর নতুনবাজার থেকে পূর্বাচল উড়াল সড়ক প্রায় ১১ কিলোমিটার। ২ রুটে মোট স্টেশন ২১ টি। ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুনবাজার থেকে পূর্বাচল পৌঁছাতে লাগবে ২০ মিনিট। এমআরটিলাইন-১ এ ৮ টি কোচের মোট ২৫ টি ট্রেন থাকবে। প্রতিদিন প্রায় ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে।

পরিচালক জানান, কাজ শুরু হলে ৬ মাস জনগণের ভোগান্তি হবে। তবে, সেই দুর্ভোগ এমআরটিলাইন-৬ এর মত হবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply