বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন

|

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে কোভিড আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মেয়র জানান, করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনেরা হটলাইন ০১৭৫৮-৯০১৯০৩ নম্বরে কল করলে তাৎক্ষণিক বাড়িতে পৌছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনে দেয়া হবে ওষুধ ও খাবার সহায়তা।

২৪ ঘণ্টা চালু এই সেবা একশটি সিলিন্ডার নিয়ে চালু হলেও দ্রুতই তা দেড়শতে উন্নীত করা হবে। একই সাথে সকল ওয়ার্ড কার্যালয়ের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার জন্য স্বাস্থ্য বিভাগকে ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন মেয়র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply