লকডাউনের পরও সারাদেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ

|

লকডাউনের পরও সারাদেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে করোনা এবং উপসর্গে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪, রাজশাহীর ৮ এবং কুষ্টিয়ার ১ জন। ১৬ দিনে রাজশাহীতে প্রাণ গেছে মোট ১৬১ জনের।

দিনদিন সংক্রমণ বাড়ায় রাজশাহীর মহানগরীতে চলছে বিধিনিষেধ। জরুরি পরিসেবা ছাড়া সব ধরনের যান চলাচলে জারি রয়েছে নিষেধাজ্ঞা। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলায় ২৪ দিনের বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। সাধারণ মানুষের চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে সাতক্ষীরা, খুলনা, দিনাজপুরসহ বিভিন্ন জেলায়।

এছাড়া সংক্রমণ ঝুঁকি কমাতে দ্বিতীয় দফার বিধিনিষেধ চলছে যশোর, নাটোর ও সিংড়ার পৌর এলাকাসহ বেশ কয়েকটি স্থানে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply