গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

|

গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। তাদের দাবী ‘ইনসেন্টিভ বেলুন’ এর মাধ্যমে ইসরায়েলি এলাকায় হামলা চালায় হামাস। তারই পাল্টা জবাব হিসেবে গাজায় বিমান হামলা চালিয়েছে তারা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের দমকল বাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতে বেশকটি জায়গায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে জানা যায় হামাস সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক জাতীয় বেলুনের মাধ্যমে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। তারই জবাবে আজ (১৬ জুন) ভোররাতে দক্ষিণ গাজা’র খান ইউনিস এলাকায় সন্দেহভাজন হামাস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।

মঙ্গলবার (১৫ জুন) কট্টরপন্থী ইহুদিদের পতাকা মিছিল থেকে উস্কানিমূলক শ্লোগানের জবাবে হামাস ইনসেন্টিভ বেলুন ব্যবহার করেছে বলে টুইটের মাধ্যমে জানিয়েছেন হামাসের এক মুখপাত্র। এর আগে দলটি জানায় যে, দখলদারিত্বের বিরুদ্ধে তাদের প্রতিবাদ চলতেই থাকবে।

এটি গাজায় গত মার্চের ১১ দিনের সংঘর্ষ ও দ্বিপাক্ষিক অস্ত্র বিরতির পর প্রথম ইসরায়েলি বিমান হামলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply