রাজধানীতে জমে উঠছে কোরবানীর পশুর হাট

|

রাজধানীতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বসেছে কোরবানীর পশুর হাট। ঢাকার দুই সিটি করপোরেশনে মোট ২৩টি অস্থায়ী হাটের অনুমতি দেয়া হয়েছে।

সকাল থেকেই পশুরহাটগুলোতে ক্রেতা সমাগম দেখা গেছে। তবে বেশ কিছুদিন ধরেই রাজধানীর হাটে গরু-ছাগল আনা শুরু হয়েছে। বিক্রেতারা বলছেন, ঈদের তিনদিন বাকি থাকায় সেভাবে এখনও বিক্রি জমে ওঠেনি। ক্রেতারা হাটে ঘুরে দেখছেন,দাম কমার অপেক্ষা করছেন অনেকে।

এছাড়া, পশু রাখার জায়গার অভাবেও শেষ দিকেও পশু কিনবেন অনেকে। বরাবরের মতোই, দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় গরু না ঢুকলে তাদের ব্যবসা ভালো হবে। জাল টাকা শনাক্তে রাজধানীর পশুর হাটগুলোতে শনাক্তকারী মেশিন বসানো হয়েছে। হাটের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply