চলমান লকডাউন ১৯ জুলাই পর্যন্ত বাড়ালো যুক্তরাজ্য

|

ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকির কারণে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাজ্যের

ডেল্টা ভ্যারিয়েন্টের ঝুঁকির কারণে লকডাউন প্রত্যাহারের পরিকল্পনা আরও এক মাস পিছিয়ে দিয়েছে যুক্তরাজ্য।

এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, কড়াকড়ি উঠিয়ে নেয়ার চিন্তা করা হলেও তা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আগামী ১৯ জুলাই পর্যন্ত মেনে চলতে হবে লকডাউন। তিনি বলেন, এখনই ব্যবস্থা না নিলে দ্রুত গতিতে হাসপাতালে রোগীর চাপ বাড়বে। তাই কিছু দিন অপেক্ষা করাটাই দায়ীত্বশীল হবে।

এই সময়ে ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জানান, আগামী চার সপ্তাহের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে দেশটির করোনা পরিস্থিতি।

এনএনআর/

ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ভারতে প্রথম শনাক্ত হওয়া এই ধরণ ৬০ শতাংশ বেশি সংক্রামক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply